etc24 news

বাংলা অনলাইন নিউজপেপার।। ব্রেকিং নিউজ সার্ভিস

LightBlog
LightBlog

ভারতে আবারও বিক্ষোভের মুখে পড়েছেন তসলিমা নাসরিন

ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন। যেকারণে তাকে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে।
আওরঙ্গাবাদের পুলিশ জানিয়েছেন, লেখিকা তসলিমা নাসরিন শহরের একটি হোটেলে থাকার জন্য ঘরও বুক করেছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে আওরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রকাশ্যে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। যেটা ছিলো অপ্রত্যাশিত।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের শতশত কর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে 'তসলিমা গো ব্যাক' শ্লোগান দিতে থাকেন।
তদের বক্তব্য ছিল, ইসলাম-বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে আওরঙ্গাবাদ শহরে পা রাখতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে পুলিশ তসলিমা নাসরিনকে বিমানবন্দরের বাইরে বের হবার অনুমতি দেয়নি।
শেষ পর্যন্ত এয়ারপোর্টেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি পুলিশের পরামর্শ মেনেই ফিরতি বিমানে মুম্বাই ফিরে যান বলে জানা গেছে।
এর আগে হায়দ্রাবাদ ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে তসলিমা নাসরিনকে বিভিন্ন মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমন কী শারীরিকভাবেও তাকে লাঞ্চিত করার চেষ্টা হয়েছে।
সুইডেনের পাসপোর্টধারী তসলিমা নাসরিন ভারতের ভিসা নিয়ে গেলো কয়েক বছর ধরে প্রধানত দিল্লিতেই বসবাস করেন।
তবে আওরঙ্গাবাদের ঘটনা নিয়ে তসলিমা নাসরিন সংবাদমাধ্যমের সামনে এখনও মুখ খোলেননি। তাকে আপাতত একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
লেখিকা এই মুহূর্তে কোথায় আছেন, পুলিশ কর্তৃপক্ষও সে ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।

No comments:

Post a Comment

Thanks for your comment :)

Adbox