etc24 news

বাংলা অনলাইন নিউজপেপার।। ব্রেকিং নিউজ সার্ভিস



আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছি আপনাদের সবার জানা এক ইনকাম সাইট নিয়ে। তা হলো আর্নস্টেশন। আশা করি সকলেই জানেন। Android মোবাইল বা PC দিয়ে কাজ করতে পারবেন। মোবাইল থেকে হলে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।
এই কথাগুলো তো আপনাদের সকলেরই জানা কিন্তু আজ আমি চলে এসেছি একটি স্পেশাল অফার নিয়ে।শুধুমাত্র যারা সিরিয়াসলি কাজ করবেন তাদের জন্য এই অফার। আমার রেফারে যদি আপনারা সাইন আপ করেন তাহলে আমি আপনাদের সকলের অ্যাকাউন্ট অ্যাকটিভ করে দেব। তাও আবার একদম ফ্রী। বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি কথা দিচ্ছি আমি অ্যাকাউন্ট অ্যাকটিভ করে দেব। শর্ত একটাই আমার রেফারে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার দিন থেকে প্রতিদিন সব ভিডিও অর্থাৎ ২০ টা ভিডিও দেখতে হবে। তাহলে সাত দিন পরেই আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ করে দেব।
তাড়াতাড়ি ভিডিও দেখার পদ্ধতিঃ
একাউন্টে ঢুকে Watch অপশনে ক্লিক করুন,ক্লিক করার পরে ২০ টা ভিডিও আসবে। ২০ টা ভিডিও এর জন্য ২০ টা ট্যাব ওপেন করে সবগুলো ভিডিও প্লে করে দেন . কমপক্ষে ৫ মিনিট পরে সব ট্যাব ক্লোজ করে দেন।
ভিডিও দেখার সাথে সাথে একাউন্টে ডলার জমা হবে।
ভিডিও দেখা হয়ে গেলে ঐ ভিডিওর পাশে Watched লেখা উঠবে।
আগেই বলি আইডি যেহেতু ১৫ দিনের মধ্যে একটিভ করতে হয় সেহেতু আমাদের একটা টিমের মতো কাজ করতে হবে। যারা যারা আমার সাথে কাজ করতে চায় আমি তাদের আইডি একটিভ করে দিবো তবে শর্ত একটাই প্রতিদিন কা করতে হবে, আমি আবারও বলছি প্রতিদিন। আমার বেশী জন লাগবে না, আমার ১৫-২০ জন লাগবে যারা একটিভ থাকবে। মানে প্রতিদিন কাজ করবে।
তাই যারা যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন যারা এখনও আইডি খুলেন নাই তারা আইডি খুলে নেন আমার রেফারেল দিয়ে
বিঃদ্রঃ রেফারেল ছাড়া একাউন্ট খুলতে পারবেন না। আর রেফারেল দিয়ে একাউন্ট খুললে আমার একাউন্টে কোনো টাকা জমা হবে না। টাকা তখন জমা হবে যখন আপনি ভিডিও দেখবেন, তা থেকে খুব সামান্য পরিমান ডলার আমার একাউন্টে জমা হবে।
ওয়েব সাইট লিংকঃ https://www.earnstations.com
আমার রেফারেল কোডঃ 15080897989727
আমার ইমেইল অ্যাড্রেস: smbillah123@gmail.com
আইডি খোলার সময় সাবধানতার সাথে খুলবেন। নাম,ফোন নম্বর, ইমেইল এড্রেস সব ঠিকঠাক ভাবে দেওয়ার পর আপনার জিমেইল আইডিতে Spam ফোল্ডারে যেতে পারে। মেইলে ঢুকে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমার জিমেইলেে একটা  মেইল দিবেন আপনার নাম লিখে।
আর যারা গতকাল একাউন্ট খুলেছেন তাদের ও কোনো সমস্যা নাই, যদি প্রতিদিন কাজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করেন।
খেয়াল করলাম আপনারা একাউন্ট খুলে রেখে দিয়েছেন অনেকেই। কোনো কাজ করছেন না শতকরা ১০০ জনের মধ্যে ৩০ জন কাজ করছেন। যারা রেগুলার কাজ করতে পারবেন আমার মেইলে মেইল করবেন।
যারা রেগুলার কাজ করতে পারবেন তাদের সবার একাউন্ট এক্টিভ করে দিবো। আমার অলরেডি একদিনে ৩ ডলারের মতো জমা হচ্ছে।তাই আমি আমার একাউন্ট একটিভ করে খুব সহজেই আমার টিম মেম্বারদের একাউন্ট একটিভ করে দিতে পারবো।
বিঃদ্রঃ আমার টিম মেম্বার হতে হলে আপনাকে অবশ্যই আমার রেফারেল দিয়ে একাউন্ট খুলতে হবে না হলে আমি আপনার একাউন্ট একটিভ করে দিতে পারবো না।

তাড়াতাড়ি ভিডিও দেখার পদ্ধতিঃ
একাউন্টে ঢুকে Watch অপশনে ক্লিক করুন,ক্লিক করার পরে ২০ টা ভিডিও আসবে। ২০ টা ভিডিও এর জন্য ২০ টা ট্যাব ওপেন করে সবগুলো ভিডিও প্লে করে দেন . কমপক্ষে ৫ মিনিট পরে সব ট্যাব ক্লোজ করে দেন।
ভিডিও দেখার সাথে সাথে একাউন্টে ডলার জমা হবে।
ভিডিও দেখা হয়ে গেলে ঐ ভিডিওর পাশে Watched লেখা উঠবে।
আমার একাউন্টে যত তাড়াতাড়ি ডলার জমা হবে আমি তত তাড়াতাড়ি আইডি একটিভ করে দিতে পারবো, হতে পারে ২ দিন হতে পারে ৩ দিনে। জাস্ট একাউন্ট খুলে আমাকে নক দেন।ইমেইলের মাধ্যমে। ইমেইলঃ smbillah123@gmail.com
সাইটের শর্তাবলি :
১। আপনি একটা ডিভাইস থেকে ১ টাই একাউন্ট খুলতে পারবেন। যদি অনেকগুলো একাউন্ট একসাথে খুলেন তাহলে আপনাকে ব্যান করে দিবে।
২। আপনার রেফারেল দিয়ে যতজন কে ইচ্ছা একাউন্ট ওপেন করান।
৩। আপনার রেফার যত বেশী হবে তত তাড়াতাড়ি একাউন্টে টাকা জমাতে পারবেন এবং উইথড্র করতে পারবেন।

Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট। এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

এতে খুব সহজে একাউন্ট খোলা যায় ও খুব 
সহজে এ্যাড দেখে আয় করা যায়।
এই সাইটে প্রতিদিন ৩০ থেকে ৬০ টির বেশি 
এ্যাড এবং প্রতিটি এ্যাড 
দেখলে ০.০০১ থেকে সবোচ্চ ০.০১ প্রদান করে। 
একটি এ্যাড দেখতে ৫ থেকে ৬০ সেকেন্ড সময় 
লাগে। সময় যত বেশি প্রেমেন্ট ও তত বেশি 
(যেমনঃ ৫ সেকেন্ডের এ্যাডে ০.০০১, ৩০ সেকেন্ডের
এ্যাডে ০.০০৫ ও ৬০ সেকেন্ডের এ্যাডে ০.০১)। 
এটি Paypal, Payza এর মাধ্যমে
Payment দেয়। Ojooo মাত্র ২ ডলার হলেই 
Payment দেয়।

Step 1
  একাউন্ট খুলতে নিচের ব্যানার 
অথবা এই লিঙ্কে ক্লিক করুন।


Step 2
   লিঙ্কে ক্লিক করার পরে এই রকম একটা পেজ আসবে।

Username: আপনার একটি ইউজার নেম দিবেন
Password: একটি পাসওয়ার্ড (এমন পাসওয়ার্ড দিতে হবে 
যাতে একটি বড় হাতের অক্ষর
 ও একটি নম্বর সহ মোট ৮ টি অক্ষর থাকে, 
যেমনঃ  Sozib#123,
Confirm password: একই পাসওয়ার্ড দিবেন,
Account e-mail: আপনার একটি ইমেল এড্রেস দিবেন,
Referral: এই বক্স এ আমার রিফার ID এ billah0077 
থাকবে  (আমার রিফার এ আইডি
 খুললে Ojooo তে কোনো প্রবলেম হলে আমি সকল প্রকার 
হেল্প করতে পারবো আপনাকে, 
আপনার ojooo account থেকে সরাসরই আমাকে ম্যাসেজ 
দিতে পারবেন। যে কোনো সময়)

Payments:
Payments: box এ payza ইমেল দিবেন 
কারন পেইজা বাংলাদেশ সাপোর্ট করে। 
যদি আপনার Payza Account খোলা না 
থাকে Payza এখান থেকে একটা অ্যাকাউন্ট
খুলে নেন। 

Step 3
এবার কাজের কথায় আশী, কিভাবে এখানে কাজ করব?
কাজ করারা জন্য প্রথমে উপরের দিক থেকে ক্লিক করতে 
হবে।











এবার Paid to click ads এ ক্লিক করুন।
এ্যাড পেজ ওপেন হবে। এখানে মূলত চার ধরণের এ্যাড 
রয়েছে।


  1. Only for Ojooo App users
  2. Evolution advertisement
  3. Fixed ad
  4. Paid to click advertisement 
Only for Ojooo App users







Fixed ad
















Paid to click advertisement 














Step 4
এ্যাড দেখতে যেকোন একটিতে ক্লিক করুন। নতুন ট্যাব ওপেন হবে এবং নিচের মত 
দেখাবে এবং টাইম কাউন্ট ডাউন হবে (৫ সেকেন্ডের এ্যাড হলে ৫ থেকে, ৩০ সেকেন্ডের 
এ্যাড হলে ৩০ থেকে, ৬০ সেকেন্ডের এ্যাড হলে ৬০ থেকে)।





টাইম কাউন্ট সেশ হলে এই রকম দেখতে পাবেন












এবার ক্লোজ উইন্ডো দেখালে তাতে ক্লিক করলে আগের পেজে ফিরে আসবে। এভাবেই 
প্রতিটি এ্যাড দেখতে পারবেন।

মনে রাখবেনঃ
কখনোই একটি মোবাইল/ল্যাপটপ/ডেক্সটপ থেকে 
একটার বেশি আইডি খুলবেন না। 
তাহলে আপনার দুইটা একাউন্টই সাসপেন্ড করে 
দিবে।

আজ এ পর্যন্তই। পরেরদিন আমরা কিভাবে বেশি বেশি 
ইনকাম করা যায় এই ওয়েবসাইট থেকে সেই বিষয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।

আমাদের ফেসবুক: 

Online Earnings (Who can't Earn)




























With few PTC (paidtoclick) sites, you can earn $5000 every month by renting referrals and managing them. Ojooo is one of them & most reliable site to earn money. 


So Why choose Ojooo?

Ojooo - is a German based large Internet company. Most recently they have launched a service on its platform with pay per view advertising. So-called PTC site, where you can earn 30$ + per day just by viewing advertisements. And the good part is that you do not need to invite anyone to reach this income level. This system allows you to rent referrals (they'll earn money for you) and you only need to view at least four advertised sites a day to take your share from your Rented Referral clicks.



Is Ojooo a Legitimate and Reliable Company?

Yes, it is 100% legitimate and you can bank on it. Ojooo has never failed any payment to its members. You'll get paid guaranteed and in time through Paypal and Payza. It is a great company with a good background record and has a many services such as: social network, search engine, mail serving, video service, search for hotels & advertising services.

Strategy to Make $30+ per day With Ojooo! How it Works?

Step 1 -
Register a free Ojooo account Click here

Step 2 -
After completing your registration log in to your account. You have two choices, either you stay as a free member or upgrade your membership. In both case you continue to bring in money. As a free member you have to exercise hard for some time to gain enough funds to upgrade and renting referrals. But I suggest to upgrade your membership to Privilege to earn more money. 

Step 3 -
Go to Rent Referrals page and rent your first 200 referrals for 30 days (This costs you $40). So till now, your total investment is $80 ($40+$40). Normally you can get about $3 to $5 per day with 200 Rented Referrals. With Ojooo Privilege+ you can rent referrals in every 3 days.

Step 4 -
Rent 200 referrals again on day 4 (This costs you another $40). Now your total investment is $120 ($80+$40) & your daily earning is $6 to $10.

Step 5 -
Now you have 400 Rented Referrals. It may take 5 to 6 days to make $40. When your account balance reaches to $40 rent another 200 referrals by using this amount. Your daily earning will be $9 to $15 per day. At this point It will take 4 to 6 days to rent another 200 referrals.

Step 6 -
Continue renting referrals till you reach your limit of 3000 rented referrals. With this many referrals you can hit $45 to $75 per day. That is $1350 to $2250 per month. At this stage you have maximum 3000 rented referrals. You are earning 60$ a day on average.

Your earning is about $1800 per month and monthly expenditure is approximately $649 to $700. It means your pure profit should be almost $1100 ($1800-$700) per month without recruiting. Amazing!

Remark -  

*This is the earnings just from the Rented Referrals. You can grow you earnings by getting unlimited Ditect Referral.

* Dont open more then one account from same device. Then your both two account get suspend!

* You must have to view minimum 4 advertise everyday to gain referrals income.

কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আদালতে দাঁড়িয়ে মামলায় নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন। পর্তুগীজ তারকা এক পর্যায়ে বিচারকের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। বিচারককে তীর্যক কন্ঠে বলেছেন, 'আমি রোনালদো, নাম ধরে না ডাকলে আদালত ছেড়ে বেরিয়ে যাব।'

সোমবার সংবাদ মাধ্যমকে এড়িয়ে পেছনের দরজা দিয়ে আদালতে প্রবেশ করেন পর্তুগীজ তারকা এবং প্রায় দেড় ঘণ্টা ধরে চলা শুনানি চলে। শুনানি শেষে পেছনের দরজা দিয়েই বিচারকক্ষ ত্যাগ করেন রোনালদো।

শুনানির এক পর্যায়ে বিচারক মনিকা গোমেজ ফেরারের সঙ্গে তর্কে লিপ্ত হন সিআর সেভেন। নিজের নাম উল্লেখ করে বিচারকের কাছে দাবি করেন, 'আমাকে নাম ধরে সম্বোধন করুন।' সেসময় এজলাস ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছেন, ‘আপনি যদি আমাকে ক্রিস্টিয়ানো রোনালদো বলে না ডাকেন, তবে আমি এই আদালত ছেড়ে চলে যাব।’

জবাবে নিজের অবস্থান সম্পর্কে পাল্টা তোপ দেগেছেন বিচারক
, ‘আপনি হয়ত ভুলে যাচ্ছেন, যেখানে আপনি বসে আছেন সেখানে অনেক বেনামী মানুষ আসেন। আপনি এখানে কর ফাঁকির মামলায় অভিযুক্ত হয়ে হাজিরা দিতে এসেছেন। নিয়ম মেনেই আমি আমার কর্তব্য পালন করছি।’

বিচারকের কড়া জবাবে শেষ পর্যন্ত রণেভঙ্গ দিয়েছেন সিআর সেভেন, ‘না না, দেখুন আমি ক্রিস্টিয়ানো রোনালদো বলেই এসব হচ্ছে।’

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই বিচারক অন্য অপরাধীদের যেভাবে সম্বোধন করেন সেভাবেই রোনলদোকেও করেছিলেন। কিন্তু বিশ্বসেরা ফুটবলার সেটিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির মামলায় জড়িয়েও রোনালদো হয়তো ভুলেই বসেছেন, কয়েকদিন আগে লিওনেল মেসিও এভাবেই আদালত ঘুরে গেছেন। আদালতে আসলে তারকাখ্যাতির চেয়ে অপরাধটাকেই বড় করে দেখা হয়।

লিভার শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ কথাটি সবার জানা। লিভার পরিষ্কার থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। লিভার দেহের শক্তি ও পুষ্টির জোগায়। কিছু খাবার রয়েছে যেগুলো লিভার পরিষ্কার রাখতে বেশ কার্যকর।

লিভার পরিষ্কার রাখতে প্রথমে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। পাশাপাশি খেতে হবে সবজির জুস ও ফল। এতে লিভার  থেকে বিষাক্ত পদার্থগুলো দূর হবে।
লিভার ভালো রাখতে খেতে পারেন লালচালের ভাত, ওটমিল খেতে পারেন। এ ছাড়া খেতে পারেন আঁশ জাতীয় খাবার। কাঁচা সবজি ও ফলে রয়েছে আঁশ, ভিটামিন ও মিনারেল। তবে যে ফল খাবেন সেটি যেন সতেজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তেলওয়ালা মাছ, ওয়ালনাট এগুলো খেতে পারেন লিভার পরিষ্কারের জন্য।
প্রক্রিয়াজাত খাবার, কৌটাজাত খাবার, ফাস্টফুড ইত্যাদি খাবার স্বাস্থ্যের ক্ষতি করে। তাই এসব খাবার এড়িয়ে চলুন। এ ছাড়া মদ্যপান লিভারের জন্য খুব ক্ষতিকর। তাই লিভার ভালো রাখতে এটিও এড়িয়ে চলুন। ভারী খাবার খাবেন না। পাশাপাশি সকালের খাবার যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখুন। রাতে হালকা খাবার খান। এই বিষয়গুলো লিভারের পাশাপাশি পুরো স্বাস্থ্যকে ভালো রাখতে কাজে দেবে।


সেলফি। নিজের ছবি নিজে তোলার এই হাল ফ্যাশন আজ দারুণ জনপ্রিয়। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী চান চমৎকার সেলফি দেয় এমন ফোন। প্রত্যাশা পূরণে আকর্ষণীয় সেলফি তোলার সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন।

‘প্রিমো এইচ৬ লাইট’ মডেলের এই স্মার্টফোনের ফ্রন্টে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে অন্ধকার বা অল্প আলোতেও পাওয়া যাবে নিখুঁত ও স্পষ্ট সেলফি বা ভিডিও। গ্রাহকের রঙিন ও স্মরণীয় সব মুহূর্ত থাকবে ফ্রেমবন্দি।



আকর্ষণীয় ডিজাইনের সেটটি বেশ পাতলা। কালো, রূপালি ও সোনালি-এই তিনটি ভিন্ন রঙে সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজা ও ব্র‌্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই ফোন। দাম মাত্র ৯ হাজার ২৯০ টাকা। ফোনটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, প্রিমো এইচ৬ লাইট হ্যান্ডসেটে ব্যবহৃত হয়েছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি প্রযুক্তির ডিসপ্লে। এতে আছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের পর্দা।
এই ফোনের পেছনে আছে এলইডি ফ্ল্যাশসহ বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। যাতে নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ-টাইমার, এইচডিআর, প্যানোরমা, সিন মোডে ছবি তোলা যাবে। উভয় ক্যামেরার ফেস বিউটি ফিচার গ্রাহককে দেবে দাগমুক্ত মসৃণ ও উজ্জ্বল মুখমণ্ডলের ছবি। ছবির স্বাভাবিক রঙ ঠিক থাকবে। ছবি হবে স্পষ্ট ও নিখুঁত।

নতুন এই ফোনের উচ্চগতি নিশ্চিত করবে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। উন্নত পারফরমেন্সের জন্য ব্যবহৃত হয়েছে ২ গিগাবাইট র‌্যাম। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০। ফলে পছন্দের সব গেম খেলা যাবে অনায়াসেই।

প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে এই ফোনে রয়েছে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। ফলে গ্রাহকের স্মরণীয় মূহূর্তের সব ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি সমর্থন করে। অ্যান্ড্রয়েডের সবচেয়ে আকর্ষণীয় ও উন্নত সংস্করণ নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত হওয়ায় এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। মাল্টি-উইন্ডো প্রযুক্তি থাকায় একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় পাওয়ার-ব্যাকআপের জন্য আছে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।


উল্লেখ্য, গ্রাহকদের জন্য ওয়ালটন প্রতিনিয়ত বাজারে ছাড়ছে উচ্চ গুণগতমান ও অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের স্মার্টফোন। দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় যেকোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও।

ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন। যেকারণে তাকে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে।
আওরঙ্গাবাদের পুলিশ জানিয়েছেন, লেখিকা তসলিমা নাসরিন শহরের একটি হোটেলে থাকার জন্য ঘরও বুক করেছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে আওরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রকাশ্যে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। যেটা ছিলো অপ্রত্যাশিত।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের শতশত কর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে 'তসলিমা গো ব্যাক' শ্লোগান দিতে থাকেন।
তদের বক্তব্য ছিল, ইসলাম-বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে আওরঙ্গাবাদ শহরে পা রাখতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে পুলিশ তসলিমা নাসরিনকে বিমানবন্দরের বাইরে বের হবার অনুমতি দেয়নি।
শেষ পর্যন্ত এয়ারপোর্টেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি পুলিশের পরামর্শ মেনেই ফিরতি বিমানে মুম্বাই ফিরে যান বলে জানা গেছে।
এর আগে হায়দ্রাবাদ ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে তসলিমা নাসরিনকে বিভিন্ন মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমন কী শারীরিকভাবেও তাকে লাঞ্চিত করার চেষ্টা হয়েছে।
সুইডেনের পাসপোর্টধারী তসলিমা নাসরিন ভারতের ভিসা নিয়ে গেলো কয়েক বছর ধরে প্রধানত দিল্লিতেই বসবাস করেন।
তবে আওরঙ্গাবাদের ঘটনা নিয়ে তসলিমা নাসরিন সংবাদমাধ্যমের সামনে এখনও মুখ খোলেননি। তাকে আপাতত একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
লেখিকা এই মুহূর্তে কোথায় আছেন, পুলিশ কর্তৃপক্ষও সে ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।

বিদ্যালয়ের বাথরুমে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক-শিক্ষিকা: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাজরানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিচার দাবিতে প্রধান শিক্ষককে দিনভর অবরুদ্ধ করে রাখে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী।
বুধবার বিকালে ঐ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ঘটনাস্থলে এসে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্থ করলে তিনি অবমুক্ত হন। সাময়িক বরখাস্থাদেশ পাওয়ারা হলেন, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী (৫০) ও সহকারী শিক্ষিকা সুমিত্রা রানী (৩৫)।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, এ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমিতা রানীর সাথে প্রধান শিক্ষক গোলাম রব্বানীর দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। বেশ কিছু দিন বিদ্যালয়ের বার্থ রুমে ঐ দুই শিক্ষককে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
গত ১৮ জুলাই জেলার আদিতমারীতে ঐ শিক্ষিকার বাড়িতে গিয়ে অনৈক কাজের সময় হাতে নাতে ধরে ফেলে গনধোলাই দেন স্থানীয়রা। পরে সেখান থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পান প্রধান শিক্ষক গোলাম রব্বানী। এরপর থেকে বিদ্যালয়ে উপস্থিত হয়নি প্রধান শিক্ষক।
বুধবার প্রধান শিক্ষক গোলাম রব্বানী বিদ্যালয়ে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি জানতে পেয়ে বিদ্যালয়টির সভাপতি কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বিদ্যালয়ে ছুটে আসেন। এ সময় উপস্থিত জনতা ঐ দুই শিক্ষকের অপসরনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে বিস্তারিত শুনে তাৎক্ষনিক অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও সহকারী শিক্ষিকা সুমিত্রা রানীকে এ ঘটনায় সাময়িক ভাবে বরখাস্থ করা হয়।
সেই সাথে ঘটনাটির সুষ্ঠ তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে উপস্থিত জনতার হাত থেকে মুক্তি পান প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
অভিভাবক আব্দুল মান্নান ও লেবু খা জানান, ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে নিরাপদ নয়। তাই মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন তারা। তারাও প্রধান শিক্ষকের শাস্তিসহ অপসরন দাবি করেন।
ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ধরিত্রী রানী বলেন, প্রধান শিক্ষক প্রায় সময় শিক্ষিকাসহ অনেক ছাত্রীকে উত্ত্যাক্ত করেছেন। বিদ্যালয়ের বাথ রুমে বেশ কিছু দিন আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়েছিল।
প্রধান শিক্ষকের হাতে এ বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা কেউ নিরাপদ নন।
কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে তদন্তে সন্দেহাতীত ভাবে সত্য প্রমানিত হওয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্থ করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠ তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন তামিম। এরপর তিনি ফেসবুক ও টুইটারে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উল্লেখ করে কিছু কথা বলেন। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।


অস্ট্রেলিয়া সফরটা দুর্দান্ত হচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের। ডারউইনের মারারা ক্রিকেট ওভালে নর্দার্ন টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশের বিপক্ষে সফরের প্রথম দুটি একদিনের ম্যাচেই জয় পেয়েছে এইচপি দল। সে ধারা অব্যাহত রেখেছে আজও। সাইফউদ্দিনের সেঞ্চুরিতে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়েছে ৪৩ রানে। 
টস জিতে প্রথমে ব্যাটিং করা বিসিবি এইচপি করে ৮ উইকেটে ২৬৮। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। অ্যালেক্স গ্রেগরির ১৪৪ রানের অসাধারণ ইনিংসের পরও স্বাগতিকেরা করতে পেরেছে ২২৫। আগের ম্যাচে ৪ উইকেট পেয়েছেন, আজ সেঞ্চুরি—অন্য রকম ভালো লাগা কাজ করছে বাংলাদেশের হয়ে দুই টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিনের, ‘বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরি আছে। কিন্তু এই সেঞ্চুরিটা অন্য রকম আনন্দ দিচ্ছে। দেশের বাইরে এটাই আমার প্রথম সেঞ্চুরি।’
ইনিংসটা নিশ্চয়ই স্মৃতিতে যত্ন করে রাখতে চাইবেন সাইফউদ্দিন। পরিসংখ্যান কিংবা রেকর্ড বই তাঁকে কখনো এটা মনে করিয়ে দেবে না। এটা যুব ওয়ানডে কিংবা লিস্ট ‘এ’ স্বীকৃত ম্যাচ নয়। যদিও বিসিবি আগেই জানিয়েছে, এইচপি দল অস্ট্রেলিয়ায় কোনো সিরিজ খেলতে যাচ্ছে না। জাতীয় দল ও ‘এ’ দলের বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখাই তাদের মূল উদ্দেশ্য।
কিন্তু এ উদ্দেশ্য কতটা পূরণ হবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের এখন ছুটি চলছে। মৌসুম শুরু হতে ঢের বাকি। তাদের প্রাক-মৌসুমে বিসিবির এইচপি দল খেলছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে, যেখানকার কন্ডিশন বাংলাদেশের কাছাকাছি। দলের এক ব্যাটসম্যান বলছিলেন, ‘গরম আছে। তবে উইকেট বাংলাদেশের চেয়ে ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটসম্যান-বোলারদের সবার জন্য ভালো।’
সফরের আগে বিসিবি নিশ্চিত হতে পারেনি নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশে কারা খেলবেন। শেষ পর্যন্ত যে দলটা লিটন-এনামুলদের বিপক্ষে খেলছে, তারা বেশির ভাগই বয়সভিত্তিক ক্রিকেটের। দু-একজনের প্রথম শ্রেণির দু-তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বেশির ভাগ এইচপির বিপক্ষে খেলছে অনূর্ধ্ব-১৯ দলের জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটও জানিয়েছে, নর্দার্ন টেরিটরির হয়ে কিছু তরুণ খেলোয়াড় খেলছে, যাদের লক্ষ্য আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা করে নেওয়া।
এঁদের মধ্যে আছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহর ছেলে অস্টিন ওয়াহ। আছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার রায়ান হ্যাকনি। তাঁদের সঙ্গে আছেন নিউ সাউথ ওয়েলশের অলরাউন্ডার টম সোডেন, উইকেটকিপার ব্যাক্সটার হল্ট। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্পিনার টম ও’কনেল ও তাসমিনিয়ার জ্যারর্ড ফ্রিম্যানও আছেন। এই দলে খেলা পশ্চিম অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ক্যামেরন গ্রিনের অভিজ্ঞতা আছে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার। আজ সেঞ্চুরি করা গ্রেগরির অবশ্য ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
এনামুল হক, সাইফউদ্দিন, লিটন দাস, তানভীর হায়দার, আবু হায়দার, নাজমুল হোসেন শান্ত, আবুল হাসান, জুবায়ের হোসেনদের মতো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবির এইচপি দলটা যে নর্দার্ন টেরিটরির বিপক্ষে যোজন এগিয়ে, বলার অপেক্ষা রাখে না। এইচপির জায়গায় যদি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা খেলতে যেত অস্ট্রেলিয়ায়, সফরটা আরও তাৎপর্যপূর্ণ হতে পারত।