etc24 news

বাংলা অনলাইন নিউজপেপার।। ব্রেকিং নিউজ সার্ভিস

লিভার শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ কথাটি সবার জানা। লিভার পরিষ্কার থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। লিভার দেহের শক্তি ও পুষ্টির জোগায়। কিছু খাবার রয়েছে যেগুলো লিভার পরিষ্কার রাখতে বেশ কার্যকর।

লিভার পরিষ্কার রাখতে প্রথমে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। পাশাপাশি খেতে হবে সবজির জুস ও ফল। এতে লিভার  থেকে বিষাক্ত পদার্থগুলো দূর হবে।
লিভার ভালো রাখতে খেতে পারেন লালচালের ভাত, ওটমিল খেতে পারেন। এ ছাড়া খেতে পারেন আঁশ জাতীয় খাবার। কাঁচা সবজি ও ফলে রয়েছে আঁশ, ভিটামিন ও মিনারেল। তবে যে ফল খাবেন সেটি যেন সতেজ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তেলওয়ালা মাছ, ওয়ালনাট এগুলো খেতে পারেন লিভার পরিষ্কারের জন্য।
প্রক্রিয়াজাত খাবার, কৌটাজাত খাবার, ফাস্টফুড ইত্যাদি খাবার স্বাস্থ্যের ক্ষতি করে। তাই এসব খাবার এড়িয়ে চলুন। এ ছাড়া মদ্যপান লিভারের জন্য খুব ক্ষতিকর। তাই লিভার ভালো রাখতে এটিও এড়িয়ে চলুন। ভারী খাবার খাবেন না। পাশাপাশি সকালের খাবার যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখুন। রাতে হালকা খাবার খান। এই বিষয়গুলো লিভারের পাশাপাশি পুরো স্বাস্থ্যকে ভালো রাখতে কাজে দেবে।


সেলফি। নিজের ছবি নিজে তোলার এই হাল ফ্যাশন আজ দারুণ জনপ্রিয়। বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারী চান চমৎকার সেলফি দেয় এমন ফোন। প্রত্যাশা পূরণে আকর্ষণীয় সেলফি তোলার সুবিধাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন।

‘প্রিমো এইচ৬ লাইট’ মডেলের এই স্মার্টফোনের ফ্রন্টে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে অন্ধকার বা অল্প আলোতেও পাওয়া যাবে নিখুঁত ও স্পষ্ট সেলফি বা ভিডিও। গ্রাহকের রঙিন ও স্মরণীয় সব মুহূর্ত থাকবে ফ্রেমবন্দি।



আকর্ষণীয় ডিজাইনের সেটটি বেশ পাতলা। কালো, রূপালি ও সোনালি-এই তিনটি ভিন্ন রঙে সারা দেশে বিস্তৃত ওয়ালটন প্লাজা ও ব্র‌্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে নতুন এই ফোন। দাম মাত্র ৯ হাজার ২৯০ টাকা। ফোনটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।

ওয়ালটনের সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, প্রিমো এইচ৬ লাইট হ্যান্ডসেটে ব্যবহৃত হয়েছে ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি প্রযুক্তির ডিসপ্লে। এতে আছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্টেড ১২৮০ বাই ৭২০ রেজুলেশনের পর্দা।
এই ফোনের পেছনে আছে এলইডি ফ্ল্যাশসহ বিএসআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। যাতে নরমাল মোড ছাড়াও ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ-টাইমার, এইচডিআর, প্যানোরমা, সিন মোডে ছবি তোলা যাবে। উভয় ক্যামেরার ফেস বিউটি ফিচার গ্রাহককে দেবে দাগমুক্ত মসৃণ ও উজ্জ্বল মুখমণ্ডলের ছবি। ছবির স্বাভাবিক রঙ ঠিক থাকবে। ছবি হবে স্পষ্ট ও নিখুঁত।

নতুন এই ফোনের উচ্চগতি নিশ্চিত করবে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। উন্নত পারফরমেন্সের জন্য ব্যবহৃত হয়েছে ২ গিগাবাইট র‌্যাম। গ্রাফিক্স হিসেবে আছে মালি-৪০০। ফলে পছন্দের সব গেম খেলা যাবে অনায়াসেই।

প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে এই ফোনে রয়েছে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। ফলে গ্রাহকের স্মরণীয় মূহূর্তের সব ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

ডুয়াল সিম সুবিধার ফোনটি থ্রিজি সমর্থন করে। অ্যান্ড্রয়েডের সবচেয়ে আকর্ষণীয় ও উন্নত সংস্করণ নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত হওয়ায় এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি। মাল্টি-উইন্ডো প্রযুক্তি থাকায় একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় পাওয়ার-ব্যাকআপের জন্য আছে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি।


উল্লেখ্য, গ্রাহকদের জন্য ওয়ালটন প্রতিনিয়ত বাজারে ছাড়ছে উচ্চ গুণগতমান ও অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন মডেলের স্মার্টফোন। দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় যেকোনো মডেলের ওয়ালটন স্মার্টফোন। রয়েছে ১২ মাসের কিস্তি সুবিধাও।

ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন। যেকারণে তাকে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ বিমানবন্দর থেকে শনিবার রাতে ফিরে যেতে হয়েছে।
আওরঙ্গাবাদের পুলিশ জানিয়েছেন, লেখিকা তসলিমা নাসরিন শহরের একটি হোটেলে থাকার জন্য ঘরও বুক করেছিলেন। কিন্তু শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে আওরঙ্গাবাদ বিমানবন্দরে নামার পরই তিনি প্রকাশ্যে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। যেটা ছিলো অপ্রত্যাশিত।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নামে একটি রাজনৈতিক সংগঠনের শতশত কর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে 'তসলিমা গো ব্যাক' শ্লোগান দিতে থাকেন।
তদের বক্তব্য ছিল, ইসলাম-বিরোধী লেখিকা তসলিমা নাসরিনকে আওরঙ্গাবাদ শহরে পা রাখতে দেয়া হবে না। এই পরিস্থিতিতে পুলিশ তসলিমা নাসরিনকে বিমানবন্দরের বাইরে বের হবার অনুমতি দেয়নি।
শেষ পর্যন্ত এয়ারপোর্টেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি পুলিশের পরামর্শ মেনেই ফিরতি বিমানে মুম্বাই ফিরে যান বলে জানা গেছে।
এর আগে হায়দ্রাবাদ ও কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে তসলিমা নাসরিনকে বিভিন্ন মুসলিম সংগঠনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমন কী শারীরিকভাবেও তাকে লাঞ্চিত করার চেষ্টা হয়েছে।
সুইডেনের পাসপোর্টধারী তসলিমা নাসরিন ভারতের ভিসা নিয়ে গেলো কয়েক বছর ধরে প্রধানত দিল্লিতেই বসবাস করেন।
তবে আওরঙ্গাবাদের ঘটনা নিয়ে তসলিমা নাসরিন সংবাদমাধ্যমের সামনে এখনও মুখ খোলেননি। তাকে আপাতত একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
লেখিকা এই মুহূর্তে কোথায় আছেন, পুলিশ কর্তৃপক্ষও সে ব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।

বিদ্যালয়ের বাথরুমে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক-শিক্ষিকা: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাজরানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের অনৈতিক সম্পর্কের বিচার দাবিতে প্রধান শিক্ষককে দিনভর অবরুদ্ধ করে রাখে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী।
বুধবার বিকালে ঐ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ঘটনাস্থলে এসে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্থ করলে তিনি অবমুক্ত হন। সাময়িক বরখাস্থাদেশ পাওয়ারা হলেন, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী (৫০) ও সহকারী শিক্ষিকা সুমিত্রা রানী (৩৫)।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, এ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমিতা রানীর সাথে প্রধান শিক্ষক গোলাম রব্বানীর দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। বেশ কিছু দিন বিদ্যালয়ের বার্থ রুমে ঐ দুই শিক্ষককে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
গত ১৮ জুলাই জেলার আদিতমারীতে ঐ শিক্ষিকার বাড়িতে গিয়ে অনৈক কাজের সময় হাতে নাতে ধরে ফেলে গনধোলাই দেন স্থানীয়রা। পরে সেখান থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পান প্রধান শিক্ষক গোলাম রব্বানী। এরপর থেকে বিদ্যালয়ে উপস্থিত হয়নি প্রধান শিক্ষক।
বুধবার প্রধান শিক্ষক গোলাম রব্বানী বিদ্যালয়ে উপস্থিত হলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি জানতে পেয়ে বিদ্যালয়টির সভাপতি কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বিদ্যালয়ে ছুটে আসেন। এ সময় উপস্থিত জনতা ঐ দুই শিক্ষকের অপসরনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে বিস্তারিত শুনে তাৎক্ষনিক অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও সহকারী শিক্ষিকা সুমিত্রা রানীকে এ ঘটনায় সাময়িক ভাবে বরখাস্থ করা হয়।
সেই সাথে ঘটনাটির সুষ্ঠ তদন্তের জন্য উপজেলা একাডেমিক সুপার ভাইজার জাকিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে উপস্থিত জনতার হাত থেকে মুক্তি পান প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
অভিভাবক আব্দুল মান্নান ও লেবু খা জানান, ছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে নিরাপদ নয়। তাই মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন তারা। তারাও প্রধান শিক্ষকের শাস্তিসহ অপসরন দাবি করেন।
ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ধরিত্রী রানী বলেন, প্রধান শিক্ষক প্রায় সময় শিক্ষিকাসহ অনেক ছাত্রীকে উত্ত্যাক্ত করেছেন। বিদ্যালয়ের বাথ রুমে বেশ কিছু দিন আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করা হয়েছিল।
প্রধান শিক্ষকের হাতে এ বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা কেউ নিরাপদ নন।
কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে তদন্তে সন্দেহাতীত ভাবে সত্য প্রমানিত হওয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্থ করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠ তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন তামিম। এরপর তিনি ফেসবুক ও টুইটারে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উল্লেখ করে কিছু কথা বলেন। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।


অস্ট্রেলিয়া সফরটা দুর্দান্ত হচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের। ডারউইনের মারারা ক্রিকেট ওভালে নর্দার্ন টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশের বিপক্ষে সফরের প্রথম দুটি একদিনের ম্যাচেই জয় পেয়েছে এইচপি দল। সে ধারা অব্যাহত রেখেছে আজও। সাইফউদ্দিনের সেঞ্চুরিতে একই মাঠে একই প্রতিপক্ষকে হারিয়েছে ৪৩ রানে। 
টস জিতে প্রথমে ব্যাটিং করা বিসিবি এইচপি করে ৮ উইকেটে ২৬৮। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। অ্যালেক্স গ্রেগরির ১৪৪ রানের অসাধারণ ইনিংসের পরও স্বাগতিকেরা করতে পেরেছে ২২৫। আগের ম্যাচে ৪ উইকেট পেয়েছেন, আজ সেঞ্চুরি—অন্য রকম ভালো লাগা কাজ করছে বাংলাদেশের হয়ে দুই টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিনের, ‘বয়সভিত্তিক ক্রিকেটে সেঞ্চুরি আছে। কিন্তু এই সেঞ্চুরিটা অন্য রকম আনন্দ দিচ্ছে। দেশের বাইরে এটাই আমার প্রথম সেঞ্চুরি।’
ইনিংসটা নিশ্চয়ই স্মৃতিতে যত্ন করে রাখতে চাইবেন সাইফউদ্দিন। পরিসংখ্যান কিংবা রেকর্ড বই তাঁকে কখনো এটা মনে করিয়ে দেবে না। এটা যুব ওয়ানডে কিংবা লিস্ট ‘এ’ স্বীকৃত ম্যাচ নয়। যদিও বিসিবি আগেই জানিয়েছে, এইচপি দল অস্ট্রেলিয়ায় কোনো সিরিজ খেলতে যাচ্ছে না। জাতীয় দল ও ‘এ’ দলের বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখাই তাদের মূল উদ্দেশ্য।
কিন্তু এ উদ্দেশ্য কতটা পূরণ হবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেটের এখন ছুটি চলছে। মৌসুম শুরু হতে ঢের বাকি। তাদের প্রাক-মৌসুমে বিসিবির এইচপি দল খেলছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ডারউইনে, যেখানকার কন্ডিশন বাংলাদেশের কাছাকাছি। দলের এক ব্যাটসম্যান বলছিলেন, ‘গরম আছে। তবে উইকেট বাংলাদেশের চেয়ে ভালো। স্পোর্টিং উইকেট। ব্যাটসম্যান-বোলারদের সবার জন্য ভালো।’
সফরের আগে বিসিবি নিশ্চিত হতে পারেনি নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশে কারা খেলবেন। শেষ পর্যন্ত যে দলটা লিটন-এনামুলদের বিপক্ষে খেলছে, তারা বেশির ভাগই বয়সভিত্তিক ক্রিকেটের। দু-একজনের প্রথম শ্রেণির দু-তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বেশির ভাগ এইচপির বিপক্ষে খেলছে অনূর্ধ্ব-১৯ দলের জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইটও জানিয়েছে, নর্দার্ন টেরিটরির হয়ে কিছু তরুণ খেলোয়াড় খেলছে, যাদের লক্ষ্য আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জায়গা করে নেওয়া।
এঁদের মধ্যে আছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহর ছেলে অস্টিন ওয়াহ। আছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার রায়ান হ্যাকনি। তাঁদের সঙ্গে আছেন নিউ সাউথ ওয়েলশের অলরাউন্ডার টম সোডেন, উইকেটকিপার ব্যাক্সটার হল্ট। দক্ষিণ অস্ট্রেলিয়ার স্পিনার টম ও’কনেল ও তাসমিনিয়ার জ্যারর্ড ফ্রিম্যানও আছেন। এই দলে খেলা পশ্চিম অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ক্যামেরন গ্রিনের অভিজ্ঞতা আছে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার। আজ সেঞ্চুরি করা গ্রেগরির অবশ্য ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
এনামুল হক, সাইফউদ্দিন, লিটন দাস, তানভীর হায়দার, আবু হায়দার, নাজমুল হোসেন শান্ত, আবুল হাসান, জুবায়ের হোসেনদের মতো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া বিসিবির এইচপি দলটা যে নর্দার্ন টেরিটরির বিপক্ষে যোজন এগিয়ে, বলার অপেক্ষা রাখে না। এইচপির জায়গায় যদি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটা খেলতে যেত অস্ট্রেলিয়ায়, সফরটা আরও তাৎপর্যপূর্ণ হতে পারত।

সিরিজের চতুর্থ ম্যাচ জিতে একটু নাটক-নাটক আবহ এনেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে ভারতের সঙ্গে পাত্তা পায়নি স্বাগতিক দল। বিরাট কোহলির দুর্দান্ত এক সেঞ্চুরির সামনে ৮ উইকেটে হেরে গেছে তারা। ৭৯ বল হাতে রেখে পাওয়া এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে ভারত।
ইনিংসের গতিপথ বিবেচনা করলে, ম্যাচের এমন ফলই ছিল স্বাভাবিক। আরেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন নিষ্প্রাণ ম্যাচ দেখতে হয়েছে সবাইকে। তবু এ ম্যাচের কথা ভোলা কঠিন হবে কোহলির জন্য। এ ম্যাচ দিয়েই যে শচীন টেন্ডুলকারকে টপকে গেলেন ভারতীয় অধিনায়ক। ওয়ানডেতে টেন্ডুলকারের কোনো রেকর্ড দখলে নিয়েছেন কেউ—এমন কীর্তির দিন যে খুব বেশি আসে না কোনো ক্রিকেটারের জীবনে। কালকের ইনিংসটি ছিল তাড়া করতে নেমে কোহলির ১৮তম সেঞ্চুরি। এত দিন এ রেকর্ডটি টেন্ডুলকারের (১৭) সঙ্গে ভাগাভাগি করতে হয়েছিল তাঁকে। কাল থেকে এ রেকর্ড শুধুই তাঁর। সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ক্রিস গেইলই (১১) আছেন তাঁর ধারেকাছে। টেন্ডুলকারকে অবশ্য অন্য এক কীর্তিতে আগেই টপকেছেন কোহলি। তাড়া করতে নেমে সেঞ্চুরি করে ১৪বার দলকে জয় এনে দিতে পেরেছেন টেন্ডুলকার। কোহলির এমন সেঞ্চুরির সংখ্যা এখন ১৬টি। 
কাল ইনিংসের শুরুতেই অবশ্য এমন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ভারত অধিনায়ক। মাত্র ২০৬ রানের লক্ষ্য, তবু প্রথম ওভারেই শঙ্কা জেগেছিল। ৫ রানেই ফিরে গেছেন শিখর ধাওয়ান। আগের দিন মাত্র ১৯০ রানের লক্ষ্য ছুঁতে পারেনি ভারত। সিরিজে সমতা আনার প্রতিজ্ঞায় আরেকটি অঘটন কি ঘটাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ? কোহলি উত্তরটা ‘না’ বলেই জানিয়ে দিলেন। অজিঙ্কা রাহানেকে (৩৯) নিয়ে প্রথমে চাপ দূর করলেন। পরে দীনেশ কার্তিককে (৫০ *) নিয়ে অনায়াস জয়ের পথে ছুটলেন। মাত্র ১৮ ওভারের জুটিতে ১২২ রান তুলেছেন এ দুজন। 
শেষ পর্যন্ত ১১১ রানে অপরাজিত ছিলেন কোহলি। ১১৫ বলের ইনিংসে ছিল ১২টি চার ও দুটি ছক্কা।



ময়মনসিংহ শহরে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মীর নামে পৃথক দুটি মামলা করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামিকে পুলিশ যুবলীগ কর্মী বললেও ময়মনসিংহ মহানগর যুবলীগের পক্ষ থেকে দলে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়নি।
পুলিশের অভিযোগ, ঘটনাটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটে। ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় অপু নামে যুবলীগের এক কর্মী হজরত আলী নামের এক ব্যক্তির মোটরসাইকেল ভাঙচুর করেন। খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে গ্রেপ্তার করে। অপুর নামে হত্যাচেষ্টার মামলাসহ ময়মনসিংহ কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
অপুকে পুলিশের গাড়িতে করে ২ নম্বর ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় কলেজ রোড মোড় এলাকায় ১০ থেকে ১৫ জন যুবক পুলিশের গাড়ির পথরোধ করে। একপর্যায়ে ওই যুবকেরা পুলিশের গাড়ি থেকে অপুকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশের দাবি, ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য মনিরুজ্জামান রনির নেতৃত্বে অপুকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর মনিরুজ্জামানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টাউন হল মোড় এলাকায় অবস্থিত ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা করে। হামলাকারীরা ফাঁড়ির অফিস কক্ষে ঢুকে চেয়ার ছুড়ে মেরে টেবিলের কাচ ভাঙে। কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় শান্ত নামের এক হামলাকারীকে আটক করে পুলিশ।
পুলিশের অভিযানে থাকা ২ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, অপু একাধিক মামলার আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর মহানগর যুবলীগের সদস্য মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এ সময় ফাঁড়িতে পুলিশের সংখ্যা কম ছিল। হামলাকারীদের তাৎক্ষণিক প্রতিহত করা সম্ভব হয়নি।
হামলার পর গত বৃহস্পতিবার রাতে কলেজ রোড এলাকায় ব্যাপক অভিযান চালায় পুলিশ। অভিযানে সাজ্জাদ ও মনিরুজ্জামানের ভাই তানভীরকে আটক করা হয়। পরে আটক করা ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।
আসামি ছিনতাই ও হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় করা দুটি মামলায় মনিরুজ্জামানসহ ২০-২৫ জনকে আসামি করা হয়। আসামিদের অনেকে যুবলীগ কর্মী বলে জানায় পুলিশ।
আজ শুক্রবার সকালে ২ নম্বর পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখা যায়, অফিস কক্ষের টেবিলের কাচ ভাঙা। এ সময় ফাঁড়িতে আসেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ভারপ্রাপ্ত উপমহাপরিদর্শক) আক্কাস উদ্দিন ভুঁইয়া, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী। মো. আক্কাস উদ্দিন ভুঁইয়া বলেন, পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন।
ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা দলের পক্ষ থেকে সভা করব। পুলিশ ফাঁড়িতে হামলার সঙ্গে মনিরুজ্জামানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে অপু যুবলীগের সঙ্গে সম্পৃক্ত নন।



ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে ধরতে ৫ জুলাই তাঁর বনানীর ন্যাম ভিলেজের বাড়িতে অভিযানে গিয়েছিল পুলিশ। এ সময় গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদে আত্মগোপন করেছিলেন তিনি। পুলিশ চলে যাওয়ার পর বাহাউদ্দিন সাধারণ পোশাকে বাড়ি থেকে বের হয়ে যান।
বাহাউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে আজ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর কারওয়ান বাজারে নিজেদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে র‍্যাব।
মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তারের পর বাহাউদ্দিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার বিষয়ে র‍্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।
র‍্যাবের ব্রিফিংয়ে বলা হয়, বুধবার পুলিশি অভিযানের পর ন্যাম ভিলেজের বাসা থেকে বের হয়ে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আত্মগোপন করেন বাহাউদ্দিন। সন্ধ্যায় উত্তরার কাওলা হয়ে দক্ষিণখানে এক আত্মীয়ের বাসায় রাত কাটান। পরদিন (৬ জুলাই) সকালে উত্তরা থেকে নারায়ণগঞ্জে যান। ফতুল্লার পশ্চিম দেওভোগে খালার বাড়িতে ওঠেন বাহাউদ্দিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি দল বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
৫ জুলাই বনানীর ন্যাম ভিলেজের বাসায় পুলিশের অভিযানের কথা বাহাউদ্দিন আগেই কীভাবে জানলেন—সাংবাদিকদের এমন প্রশ্নে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, ওই আবাসিক এলাকার বাসাবাড়ির নিরাপত্তাব্যবস্থা বেশ ভালো। সেখানে নিরাপত্তাপ্রহরী থাকেন। বাহাউদ্দিন কোনো না-কোনোভাবে পুলিশ আসার তথ্য জেনে থাকতে পারেন।
র‍্যাবের দাবির বিষয়ে বক্তব্য জানতে পুলিশের গুলশান বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
র‍্যাবের ব্রিফিংয়ে বলা হয়, ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহাউদ্দিন ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। পরে তিনি তাঁর বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাঁর স্ত্রী-সন্তান আছে। ২০০৫ সাল থেকে তিনি মাদক সেবন শুরু করেন। নানান অপকর্মে তাঁর জড়িয়ে পড়ার তথ্য মিলেছে।
জন্মদিনের দাওয়াতের কথা বলে গত মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বাহাউদ্দিনের বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা করেন এক তরুণী অভিনেত্রী। ওই তরুণীর শারীরিক পরীক্ষা গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, ১১ মাস আগে ফেসবুকে বাহাউদ্দিনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাঁকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি বাড়িতে গেলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন।



তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার বাসায় দারুণ এক আড্ডা হয়ে গেল দেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা ও তাঁর প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিকের। দীর্ঘদিনের সহকর্মী আলমগীর ও রুনা লায়লার দেওয়া দাওয়াতে তাঁরা সেখানে যান। মেতে ওঠেন প্রাণবন্ত আড্ডায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুনা লায়লার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাসায় এই আড্ডায় আরও ছিলেন নাশিদ কামাল, আঁখি আলমগীর ও রুনা লায়লার পরিবারের সদস্যরা।


মাস তিনেক হলো দেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা ঢাকায় এসেছেন। পারিবারিক কাজ ছাড়া সাধারণত কোথাও বের হন না তিনি। এর মধ্যে একবার গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। এর বাইরে চলচ্চিত্রসংশ্লিষ্ট আর কোনো আড্ডা কিংবা অন্য কোথাও দেখা যায় না এই অভিনেত্রীকে।

তিন যুগের অভিনয়জীবনে শাবানা অভিনীত সিনেমার সংখ্যা ২৯৯টি। এর মধ্যে ১৩০টিতে শাবানার বিপরীতে নায়ক ছিলেন আলমগীর। আর রুনা লায়লার গাওয়া বহু গানে সিনেমার পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবানা।